আল্লামা শফীকে নিয়ে এ কোন খেলা!!

আপডেট: ২০১৫-১২-১০ ২২:৫৭:১৩


ashulia 1_94142_0সাভারের আশুলিয়ার ভাদাইল এলাকায় দারুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা মাঠে শুরু হওয়া ওয়াজ মাহফিলে হেফাজতে ইসলামী বাংলাদেশের আমির ও চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমেদ শফীর বক্তব্য দেয়ার কথা রয়েছে।

দুই দিনব্যাপী শুরু হওয়া এই ওয়াজ মাহফিলে দ্বিতীয় দিন শুক্রবার সন্ধ্যায় তিনি বক্তব্য দেবেন বলে জানান আয়োজক কমিটির প্রধান ইসরাফিল হোসেন। কিন্তু ওয়াজ মাহফিলের করার জন্য পূর্ব অনুমতি দেওয়া হয়েছিলো কি না এ নিয়ে থানা পুলিশ তৈরি করছে ধুম্রজাল। যদিও এ সংক্রান্ত বিষয়ে এক আবেদনে পুলিশ সুপার সম্মতি দিয়েছেন বলে দাবি করেছেন আয়োজকরা।

তবে এ ব্যাপারে জানার জন্য বারবার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির ও ওসি (তদন্ত) দীপক চন্দ্র সাহার কাছে যোগাযোগ করা হলে তারা বিষয়টি এরিয়ে যান। অথচ মাহফিলের আয়োজক কমিটির পুলিশ সুপার বরাবর আবেদন পত্রটিতে ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান ও আশুলিয়া থানা অফিসার ইনচার্জের স্বাক্ষর ও সিল মোহর রয়েছে। তবে তারপরও কেনো পুলিশ আল্লামা শফীর ওয়াজ মাহফিলের অনুমতির ব্যাপারে সাংবাদিকদের অবগত করছে না। এ নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল।

মাহফিলের ব্যাপারে আয়োজক কমিটির প্রধান ইসরাফিল হোসেন জানান, ২০১১ সাল হতে আল্লামা শফী সাহেব এই এলাকায় তাদের আয়োজিত মাহফিল গুলোতে বক্তব্য দিয়ে আসছেন। বরাবরের মতো এবারও তাকে প্রধান অতিথি করে এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এর আগে মাহফিল করার জন্য আবেদনের প্রেক্ষিতে পুলিশ সুপার অনুমতি দিয়েছেন বলেও জানান তিনি।

আয়োজক কমিটির সদস্য ও দারুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা ও প্রিন্সিপাল মাওলানা আল-আমিন খন্দকার বলেন, প্রতিবারের এবারও অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের আয়োজিত এই কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। তাই প্রশাসনের এতে বাধা দেয়ার কোনো কারণ নেই।

সানবিডি/ঢাকা/রাআ