করোনা সনদ নিয়ে চরম ভোগান্তিতে বিদেশগামীরা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-২৮ ০৯:১৫:৪৯
বাধ্যতামূলক ‘করোনামুক্ত’ সনদ ছাড়াই এখন কেউ আর বিদেশ গমন পারছেন না। ২৩শে জুলাই থেকেই এটি বাধ্যতামূলক করা হয়েছে। বিদেশগামীরা এই ক’দিনে সনদ নিয়েই বিদেশে গেছেন। শুরুতে সব ধরনের প্রস্তুতির কথা বলা হলেও এখন প্রতিদিনই নানা দুর্ভোগে পড়ছেন বিদেশগামীরা। সময়মতো রিপোর্ট না পাওয়া, নমুনা দেয়া ও রিপোর্ট সংগ্রহে নানামুখী ভোগান্তির তথ্য পাওয়া যাচ্ছে ভুক্তভোগীদের কাছ থেকে। সর্বশেষ করোনা পরীক্ষার রিপোর্ট নেয়ার জন্য চট্টগ্রামে রোববার রাতভর সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অপেক্ষা করতে হয়েছে শতাধিক বিদেশযাত্রীকে। সময়মতো রিপোর্ট না পাওয়ায় তাদের কেউ কেউ নির্ধারিত ফ্লাইট ধরতে পারেননি বলে অভিযোগ করেছেন। এদিকে ঢাকার ল্যাবে পরীক্ষার দুই রকম রিপোর্ট পাওয়ায় রোববার বিদেশে যেতে পারেননি সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান।
শুরুতে তার করোনা সার্টিফিকেট জাল বলে খবর আসলেও সোমবার সংশ্লিষ্ট ল্যাব তাদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসায় বিদেশে যাওয়া যাত্রীর সংখ্যা বাড়বে। সামনে আরো অনেক বেশি যাত্রী পরীক্ষার জন্য যাবেন। এই অবস্থা ব্যবস্থাপনার উন্নতি না হলে ভোগান্তি দিন দিন আরো বাড়বে।