বগুড়া লেখক চক্রের ৭১৩ তম পাক্ষিক সাহিত্য আসর

আপডেট: ২০১৫-১২-১১ ২০:৩৩:২৩


images (1)বগুড়া লেখক চক্রের ৭১৩ তম পাক্ষিক সাহিত্য আসর গতকাল শুক্রবার বিকেলে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল।

স্বরচিত লেখা কবিতা পাঠ করেন অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রঞ্জু, আসর পরিচালনা সম্পাদক হাদিউল হৃদয়, নির্বাহী সদস্য রাহমান মিজান, মোঃ আঃ মতিন, হারুন অর রশিদ, মো: রাব্বি হাসান, জান্নাতুল ফেরদৌস বাণী, মহিদুল, নুসরাত জাহান নাফসীসহ আরও অনেকে।

পঠিত লেখাসমূহের উপর আলোচনা করেন কবি সম্পাদক পান্না করিম ।

সানবিডি/ঢাকা/রাআ