শৈশবের দুশ্চিন্তা জন্ম দেয় হৃদরোগ
প্রকাশ: ২০১৫-০৯-৩০ ১৩:৩৪:৩৬
গবেষণায় দেখা গেছে, যারা মানসিক চাপ এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে শৈশব পার করেছেন তারা হৃদরোগের মারাত্মক ঝুঁকিতে রয়েছেন। আর যারা তুলনামূলক সহজ জীবনযাপনে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে এ ঝুঁকির পরিমাণ অনেক কম।
হারভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যাশলে উইনিং বলেন, দীর্ঘসময়ের মানসিক চাপ থেকে যে হৃদরোগের ঝুঁকি সৃষ্টি হয় এ গবেষণা থেকে সেটাই প্রমাণিত হয়েছে।
শৈশবে যারা রোগা ছিলেন তাদের মধ্যে হৃদরোগের প্রকোপ বেশি লক্ষ্য করা গেছে, যারা স্বাস্থ্যবান ছিলেন তাদের ক্ষেত্রে আবার এই ঝুঁকি তুলনামূলক কম। উইনিং বলেন, হৃদরোগের ঝুঁকি প্রতিরোধ করতে শিশুদের মানসিক প্রশান্তির পাশাপাশি সামাজিক পরিবেশও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আমেরিকান কলেজ অব কার্ডিওলজিতে গবেষণাটি প্রকাশিত হয়েছে।
সানবিডি/ঢাকা/রাআ