সূচকের বড় উত্থানে সপ্তাহ শেষ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-০৬ ১৫:০৮:৫৪


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। আর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০১১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৭৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৯টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টির।

ডিএসইতে আজ ৮৩৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।যা আগের দিন থেকে ১১৮ কোটি ১৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭১৮ কোটি ৩৪ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪০১ পয়েন্টে।

সিএসইতে আজ ২৬৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৯টির দর বেড়েছে, কমেছে ৫০টির আর ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৯ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস