আশরাফুলের নতুন ইনিংস শুরু
প্রকাশ: ২০১৫-১২-১১ ২০:৩৯:৩৩
জীবনের নতুন ইনিংস শুরু করলেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। শুক্রবার তাসলিমা আনিসা আর্চির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জুটি বাধেন এই ক্রিকেটার।
এর আগে চলতি বছরের জুলাইতে বিয়ের ঘোষণা দেন আশরাফুল। এরপর আগস্টে এসে জানা যায় তার বিয়ের দিনক্ষণ।
কনে তাসলিমা আনিসা অর্চি ঢাকায় বিবিএ পড়ছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। বিয়ের অনুষ্ঠান শেষে শনিবার অর্থাৎ ১২ ডিসেম্বর বৌভাতের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) ম্যাচ পাতানোর শাস্তি হিসেবে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আশরাফুল। এরপর শাস্তি কমিয়ে তা আনা হয় তিনবছরে। যার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের আগস্টে।
এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) আয়ত্বে পুনর্বাসন হতে চলেছে তার। কথা রয়েছে, জানুয়ারিতেই কাজ শুরু করবেন তিনি।
সানবিডি/ঢাকা/রাআ