বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যানেলে বাংলাদেশী প্রতিনিধি মাহমুদুর রহমান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-০৭ ১৪:১৯:৫১
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্ডিপেন্ডেন্ট প্যানেল ফর প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স (আইপিপিআর) এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর সাবেক পরিচালক অধ্যাপক ড. মাহমুদুর রহমান ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়ে তাকে আইপিপি আর প্যানেলে যুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধির কাছে চিঠি পাঠিয়েছ ।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা-১ শাখার উপ-সচিব সুলতানা রাজিয়া স্বাক্ষরিত চিঠিতে এসব জানানো হয়েছে।