র্যাব মহাপরিচালকের মায়ের মৃত্যুতে শোক জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-০৭ ১৪:২৭:৪১
র্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মা জিন্নাতুন্নেছা চৌধুরীর মা ইন্তেকাল করেছেন।এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি মরহুমার আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বৃহস্পতিবার এক শোক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মরহুমা জিন্নাতুন্নেছা চৌধুরী একজন পরহেজগার ও দ্বীনদার মহিলা ছিলেন। তার মতো অত্যন্ত ভদ্র ও শান্তশিষ্ট স্বভাবের নারী আজকাল সমাজে কমই দেখা যায়। তার মৃত্যুতে এলাকাবাসী ও জাতি একজন রত্মগর্ভাকে হারালো। পরিবারের সদস্যরা হারালো একজন অভিভাবককে।
উল্লেখ্য, গত বুধবার বেলা ১১টা ৪৫মিনিটে সিলেটের আম্বরখানায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মা জিন্নাতুন্নেছা চৌধুরী
(৮২) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।