সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-০৮ ১২:২৫:০৪


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ৩২৫টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ১১৬ কোটি ৯৩ লাখ ৯৮ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাইওনিয়র ইন্স্যুরেন্সের ১ কোটি ৬০ লাখ ৪৯ হাজার ৮৮৫ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৩ কোটি ২৪ লাখ ২২ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৬৭ লাখ ৫০ হাজার ৪২৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৭ কোটি ১৬ লাখ ৭ হাজার টাকার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মাসিটিক্যালসের ৭৩ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির ৬৪ কোটি ৩৮ লাখ ৭০ হাজার, গ্রামীণফোনের ৪৮ কোটি ৯৩ লাখ ৮৪ হাজার, ইন্দো-বাংলা ফার্মার ৪৭ কোটি ৪০ লাখ ২৪ হাজার, লাফার্জহোলসিমের ৪৫ কোটি ৫৬ লাখ ৭৩ হাজার,, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৪৪ কোটি ৯৪ লাখ ৩৭ হাজার  ও সিলকো ফার্মাসিটিক্যালসের ৪১ কোটি ১১ লাখ ১৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস