ডিসি-এডিসিসহ ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৮-০৯ ১০:৩২:৪৬


মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এবং পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি), পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ওসি তদন্ত, ওসি অপারেশনসহ মোট ১২ পুলিশ কর্মকর্তার বদলি হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত আলাদা দুটি অফিস আদেশে বদিলর এ নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রটেকশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ, স, ম মাহাতাব উদ্দিনকে মিরপুর বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। মিরপুরের ডিসি মো. মোস্তাক আহমেদকে বদলি করা হয়েছে প্রটেকশন বিভাগে।

একই আদেশে অপারেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আরিফুল ইসলামকে পল্লবী জোনের এডিসি করা হয়েছে। এডিসি মো. মিজানুর রহমানকে অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে।

পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ফিরোজ কাউছারকে সহকারী পুলিশ কমিশনার ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টসে পাঠানো হয়েছে। এই বিভাগের এসি মো. শাহ কামালকে নিয়ে আসা হয়েছে পল্লবী জোনে।

এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামকে প্রসিকিউশন বিভাগে পাঠানো হয়েছে। তার স্থলে আনা হয়েছে সুত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে।

আবার, পল্লবী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আব্দুল মাবুদকে গোয়েন্দা লালবাগ বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির আবু সাইদ আল মামুনকে পল্লবী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে আনা হয়েছে।

গোয়েন্দা ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে পল্লবী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ এমরামুল ইসলামকে। কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. ইয়ামিন কবিরকে পল্লবী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

সূত্র: ডিএমপি নিউজ

সানবিডি/আরএম