খুলনায় বাসের ধাক্কায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
আপডেট: ২০১৫-১২-১১ ২৩:৫৩:৫৩
মটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রিন্স আকবর খাঁন (৩৪) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনা ঘটে শুক্রবার দুপুর সোয়া ১২টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলার দামোদর কেন্দ্রীয় ঈদগাহ’র সামনে। তিনি ঐ গ্রামের আলহাজ্ব আলাল হক খাঁনের একমাত্র পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রিন্স আকবর খাঁন ফুলতলা বাজার থেকে তার অ্যাপাসি মটরসাইকেলযোগে দামোদর নতুনহাটস্থ বাড়িতে ফিরছিলেন। ঈদ ঈদগাহ এলাকায় পৌছালে যশোরগামী গড়াই বাস (অজ্ঞাত) সামনে থেকে তাকে ধাক্কা দিলে ছিটকে গিয়ে কার্লভার্ট’র রেলিং এর উপর পড়ে। গুরুত্ব জখম অবস্থায় দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রিন্স আকবর খাঁনের এক মাত্র পুত্র খাঁন মোঃ জিলানী (১৪) স্থানীয় মিলিটারী কলেজিয়েট স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র এবং জান্নাত আরা জিন্না নামের ৩ বছর বয়সী শিশু কন্যা ও স্ত্রী রয়েছে। এদিকে শিল্পপতি আলাল হক খাঁন দম্পতি তাদের একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে এখন পাগল প্রায়। দুপুরে প্রিন্সের লাশ বাড়িতে আনলে সেখানে এক হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়।