বিডার ওয়ান স্টপ সার্ভিসে আরও তিন সেবা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৮-১১ ১০:৪৬:৪৫
ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে (ওএসএস) আরও তিন সেবা যোগ করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। নির্বাচন সচিবালয়ের সার্ভার থেকে জাতীয় পরিচয়পত্র যাচাই, সুরক্ষা সেবা বিভাগের সিকিউরিটি ক্লিয়ারেন্স এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভূমি ব্যবহার ছাড়পত্র সংস্থার ওএসএস পোর্টালে নতুন করে যুক্ত হবে।
বর্তমানে অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের আওতায় বিডার নিজস্ব ১৪ সেবা এবং অন্য তিন প্রতিষ্ঠানের চারটিসহ মোট ১৮ সেবা দেওয়া হচ্ছে। নতুন এ পোর্টালের মাধ্যমে ৩৫ সংস্থার ১৫০ সেবা অনলাইনে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আগামীকাল বুধবার এসব সেবা উদ্বোধন করবেন। এর আগে গত ১৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় (সুরক্ষা ও সেবা বিভাগ), আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে সমঝোতা স্মারক সই করে বিডা। করোনা সংক্রমণের কারণে এতদিন এসব সেবা চালু করা সম্ভব হয়নি।