কর্মী ও গ্রাহকদের স্বাস্থ্য সেবা দিতে চুক্তি করলো সিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৮-১১ ১৫:৩১:১৩


কর্মী, তাদের পোষ্যবর্গ এবং বিভিন্ন স্তরের গ্রাহকেরা বিশেষ ছাড়ে স্বাস্থ্য ও জীবনধারা সম্পর্কিত নানা ধরণের সেবা দিতে চুক্তি করলো দেশের অন্যতম প্রতিষ্ঠান সিটি ব্যাংক। সম্প্রতি সিটি ব্যাংকের সঙ্গে ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক, ইডব্লিউভিএম হেলথ বাংলাদেশের সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিটি ব্যাংক ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক বিডি লিমিটেড এবং ইডব্লিউভিএম হেলথ বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতাস্মারক স্বাক্ষর করেছে। এই স্মারকের মাধ্যমে ব্যাংকের সকল স্থায়ী কর্মী ও তাদের পোষ্যবর্গ এবং বিভিন্ন স্তরের গ্রাহকেরা বিশেষ ছাড়ে স্বাস্থ্য ও জীবনধারা সম্পর্কিত নানা ধরণের সেবা লাভ করবেন।

ডিএমএফআর একটি বিশ্বমানের বায়োসেফটি লেভেল-৩ সম্বলিত মলিকুলার ডায়াগনস্টিক ল্যাব। অন্যদিকে, ইডব্লিউভিএম জার্মানির ইউরোপিয়ান ওয়েলনেসের ফ্রাঞ্চাইজি যা রিজেনারেটিভ মেডিসিন ছাড়াও সৌন্দর্যবর্ধণ, পুষ্টি ও খাদ্যাভ্যাসের উপর গুরুত্ব প্রদান করে।

সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব কমার্শিয়াল এন্ড মিডিয়াম বিজনেস মোঃ আব্দুল ওয়াদুদ, এবং ডিএমএফআর ও ইডব্লিউভিএম-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতাস্মারক স্বাক্ষর করেন। সমঝোতাস্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন