ভাড়া বাড়ছে বিমান যাত্রীদের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১১ ২১:০৩:২১


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানের নতুন ফি আরোপ করায় আগামী সপ্তাহ থেকে বিমান ভ্রমণকারি যাত্রীদের ভাড়া বাড়ছে। বিমানবন্দরগুলোর উন্নয়ন, নিরাপত্তা শক্তিশালী করার জন্য নতুন ফি আরোপ করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি)  এক নোটিশে এ কথা বলা হয়েছে। ভ্রমণকারীর গন্তব্যের ওপার ভিত্তি করে টিকেটের মূল্য ভিন্ন হবে। গত মাসে ইস্যু করা নোটিশে বলা হয়েছে, ১৬ই আগস্ট থেকে বর্ধিত এই ফি নেয়া শুরু করবে সব এয়ারলাইন্স। সার্কভুক্ত দেশগুলোতে যাওয়া যাত্রীদেরকে প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি হিসেবে ৫ ডলার এবং নিরাপত্তা ফি হিসেবে ৬ ডলার করে দিতে হবে। আন্তর্জাতিক গন্তব্যে যাওয়া যাত্রীদেরকে প্রতি টিকেটে ১০ ডলার করে বাড়তি ফি দিতে হবে। অন্যদিকে আভ্যন্তরীণ রুটে চলাচলকারীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা এবং নিরাপত্তা ফি ৭০ টাকা।

জারি করা এই নোটিশে আরো বলা হয়েছে,এখন থেকে যাত্রীদেরকে দিতে হবে শতকরা ১৫ ভাগ ভ্যাট। এটাই নতুন আরোপিত সবচেয়ে বড় ফি।