বেনাপোল বন্দরে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ
:: প্রকাশ: ২০২০-০৮-১১ ২১:৩৮:৩৮
বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে দু দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরেও মালামাল ডেলিভারি কার্যক্রম বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ।
বেনাপোলের ওপারে বন্দরে প্রবেশের অপেক্ষায় শতশত পচনশীল পন্যসহ বিভিন্ন পন্যবোঝাই ট্রাক দাড়িয়ে আছে বনগাও কালিতলা পার্কিংএ। কাস্টমস কর্তৃপক্ষ বন্দরের ভেতর বিভিন্ন পন্য চালান পরীক্ষন কাজ আগাম সম্পন্ন করছেন।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে এ বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন খান জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও সীমিত আকারে যাত্রী ভ্রমণের অনুমতি আছে, তারা যাতায়াত করছেন।
বেনাপোল কাস্টমস এর সহকারী কমিশনার আকরাম হোসেন জানান, শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের বানিজ্যিক কার্যক্রম বন্ধ আছে। আগামী কাল বুধবার সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।