ক্যাটরিনা ও শাহিদের ‘আঁখে- ২’

প্রকাশ: ২০১৫-১২-১২ ১০:৫৭:৪৪


katrina-shahid-655x360 ‘আঁখে ২’ জন্যে শীঘ্রই  স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ এবং শাহিদ কাপুরকে। ওয়েলকাম ব্যাক ছবিটির কাজ শেষ করার পর ডিরেক্টার এনিস বেযমি জানিয়ে দিয়েছিলেন আঁখে ছবিটির সিকুয়াল তৈরি করবেন।

পুড়নো সব অভিনেতাদের বাদ দিয়ে নূতনভাবে তৈরি করবেন এই ছবিটি। সব যদি ঠিকঠাক চলে তবে  এই ছবির জন্যে তিনি কাস্ট করতে চান শাহিদ, ক্যাটরিনা এবং নাওয়াজদ্দিন সিদ্দিকিকে।

২০০২ সালে আঁখে ছবিটি প্রথম সিকুয়াল বের হয় এতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, অক্ষয়  কুমার, অর্জুন রামপাল, পরেশ রাওয়াল এবং সুস্মিতা সেন। বেজমিকে পুড়নো কাস্টের ব্যপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান পুরনোদের মধ্যে শুধু একজন থাকবেন তিনি হলেন অমিতাভ, তার কারণ ওনাকে ছাড়া ‘আঁখে’ ছবিটি করার কথা চিন্তা করা যায়না।

এবার শুধু দেখার অপেক্ষায় ডিরেক্টার ‘আঁখে ২’ ছবির কাজ কখন থেকে শুরু করে। এরমধ্যে বলিউডে এই ছবি নিয়ে বেশ জল্পনাও শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।