বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হল আরও তিন সেবা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১২ ১৬:২৫:১৫
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে (ওএসএস) বুধবার নতুন ভাবে যুক্ত হলো আরো তিনটি সেবা। এখন থেকে বিডার ওএসএস পোর্টালে মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের সার্ভার থেকে জাতীয় পরিচয়পত্র যাচাই, সুরক্ষা সেবা বিভাগ থেকে বিদেশী নাগরিকদের অনুকূলে সিকিউরিটি ক্লিয়ারেন্স এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভূমি ব্যবহার ছাড়পত্র সেবা সমূহ পাওয়া যাবে।
উল্লেখিত সেবা সমূহ চালু করার লক্ষ্যে, সকাল ১১.০০ টায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনলাইন সভা অনুষ্ঠিত হয়, সভায় প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এম.পি সেবা সমূহের উদ্বোধন ঘোষণা করেন।
সভার শুরুতেই, সভাপতির ব্যক্তবে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, “উন্নত বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং ব্যবসা সহতর করার লক্ষ্য কাজ করে যাচ্ছে বিডা। এখন পর্যন্ত আমরা ১২টি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছি, কিছুদিনের মধ্যে আরো ১০টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই হবে, এর ফলে বিনিয়োগকারীদের ওএসেসের মাধ্যমে আরো বেশি সেবা দেওয়া সম্ভব হবে।“ এসময়ে তিনি ওএসএসের মাধ্যমে আগামী বছরের মধ্যেই ৩৫ টি সেবা প্রদানকারী সংস্থার ১৫০ টির ও বেশি সেবা প্রদানের আশাবাদ ব্যাক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে সালমান ফজলুর রহমান বলেন, দেশি বিদেশী বিনিয়োগ ছাড়া আমরা আমাদের কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। দশ বছর আগে হয়তো এটা অকল্পনীয় ছিল যে, যে আমাদের রপ্তানি আয়, বৈদেশিক মূদ্রার রিজার্ভ ও বাজেট এত বড় হবে। গত দশ বছর ধরে গড়ে আমাদের প্রবৃদ্ধি হয়েছে ৭% উপরে, গত বছর যা ছিল ৮.১%, বেড়েছে মানুষের মাথাপিছু আয়, যা সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দক্ষ নেতৃত্ব ও উদার বিনিয়োগ বান্ধব নীতি কারণে। বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে এ বছর আমাদের কাংখিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয় নি, তবু এগিয়ে যেতে হবে, সৃষ্টি করতে হবে ব্যাবসা ও বিনিয়োগের জন্য সেরা পরিবেশ। আগামী বছরের মধ্যেই বিশ্বব্যাংকের ইজ অফ ডুয়িং বিজনেস বা সহজে ব্যবসা সূচকে দুই অংকের ঘরে উন্নয়নই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্যই কাজ করে যেতে হবে।
এসময়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনয়র সচিব মোঃ আলমগীর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভগের সচিব মোঃ শহীদুজ্জামান এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লাহ খন্দকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেবা সমূহ বাস্তবায়নের পদ্ধতি তুলে ধরেন।
উল্লেখ্য যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সকল ধরণের সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গত ১৬ সেপ্টেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ তারিখ বিজনেস অটোমেশন লিঃ এর সাথে চুক্তি স্বাক্ষর করে, যার ফলে ২৪ ফ্রেরুয়ারী ২০১৯ খ্রি: তারিখ অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের কার্যক্রম চালু হয়। বর্তমানে নতুন তিনটি সেবাসহ অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের আওতায় বিডা’র নিজস্ব ১৪ সেবা এবং অন্যান্য ৬টি প্রতিষ্ঠানের ৭টি সেবাসহ মোট ২১ টি সেবা প্রদান করা হবে।
সানবিডি/এসকেএস