প্রকল্পে অস্বাভাবিক খরচ: সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন পরিকল্পনামন্ত্রী

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৮-১২ ২০:৫১:৫২


সরকারের অনেক উন্নয়ন প্রকল্পে অস্বাভাবিক খরচ ধরার বিষয়িট নিয়ে আলোচনা-সমালোচনা নতুন নয়। বিষয়টি নিয়ে নানা সময় নানা কথা হয়েছে। কেন অস্বাভাবিক খরচ ধরা হয়, তার কারণ খুঁজে বের করতে উদ্যোগ নেয়া হয়েছে।

এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগের সচিবদের নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টা বৈঠকে বসছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে। করোনার স্বাস্থ্যবিধি মেনে সশরীরে হাজির হতে বলা হয়েছে বৈঠকে। এতে সভাপতিত্ব করবেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, ২০২০-২১ অর্থবছরের এডিপির সুষ্ঠু ও গুণগতমানসম্পন্ন বাস্তবায়নের বিষয়ে আলোচনা, ডিপিপির গুণগতমান বিষয়ক আলোচনা-কেস স্টাডি এবং বিবিধ।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সিনিয়র সচিব/সচিব/ভারপ্রাপ্ত সচিবদের ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

সানবিডি/আরএম