চাঁদপুরে তীব্র স্রোতে শহররক্ষা বাঁধে ধস
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৩ ১০:৪৯:৪২
চাঁদপুর পুরানবাজারের হরিসভা এলাকায় নদীর তীব্র স্রোতে শহররক্ষা বাঁধের নদীতীর সংরক্ষণ বাঁধের বেশকিছু অংশ ধসে গেছে।
বুধবার মধ্যরাতে মেঘনায় প্রচন্ড স্রোত শুরু হলে ওই এলাকার ৩০ মিটার বাঁধের সিসি ব্লকসহ নদীপাড় ধসে যায়। এসময় সেখানে থাকা সড়ক, বিদ্যুৎ, গ্যাস সংযোগের লাইনও ক্ষতিগ্রস্ত হয়।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর থেকে বাঁধের ভাঙন রক্ষায় বালিভর্তি বস্তা ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে, ঘটনার পর আতঙ্কিত এলাকাবাসী তাদের বসতবাড়ি নিরাপদে সরিয়ে নিয়ে গেছে। ভোর থেকে ভাঙনকবলিত এলাকায় বালিভর্তি বস্তা ফেলে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।
এ ব্যাপারে স্থানীয়রা জানায়,ভাঙনের আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে এখন এই পরিস্থিতি সৃষ্টি হতো না। এরইমধ্যে ৩০ মিটার এলাকা নদীতে চলে গেছে। এখন ঝুঁকির মুখে আরো ২০ মিটার।
অন্যদিকে,জেলার পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নজরদারি করছেন। এর আগেও কয়েক দফা এমন ভাঙনের শিকার হয় হরিসভা এলাকা। সেখানে সনাতন ধর্মালম্বীদের একাধিক মন্দির ও কয়েক শ বসতবাড়ি রয়েছে।