বুড়িগঙ্গায় ট্রলারডুবিতে নিখোঁজ ২৫
প্রকাশ: ২০১৫-১২-১২ ১২:৫১:০৪
নারায়ণগঞ্জ সদর উপজেলার বুড়িগঙ্গা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। শনিবার সকালে উপজেলার ডিগ্রিরচর খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ট্রলারের যাত্রী লুৎফা বেগম জানান, ট্রলারটি ৫০-৬০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের ল্যাংটার মেলা থেকে ফতুল্লার রাধানগর ফিরছিলেন। ডিগ্রির চর খেয়াঘাটে পৌঁছালে বরিশালগামী একটি ট্রলার ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ২০-২৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্যরা এখনও নিখোঁজ রয়েছেন।
তিনি আরও বলেন, তিনি হারমোনিয়াম ধরে তীরে উঠতে পারলেও তার স্বামী এবং দুই সন্তান এখনও নিখোঁজ রয়েছে।