বরিশালে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন আহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-০৮-১৪ ১৫:৩৮:১৩
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডার বাহী ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে বরিশাল–ঢাকা মহাসড়কের রহমতপুর এলাকায় সড়কের পাশে যাত্রীবাহী বাসটি উল্টে এ দুঘর্টনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বরিশাল থেকে ছেড়ে আশা উজিরপুরের শাতলার উদ্দেশ্য ছেড়ে আশা (নং বরিশাল-জ ১১-০১২৪) শামিম-নোমান নামের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর স্টেশনে যাত্রীর জন্য অপেক্ষামাণ থাকা অবস্থায় যাত্রীবাহী বাসটিকে পিছন দিক থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা অন্য একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়।
খবর পেয়ে বরিশাল ও বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত যাত্রীদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনাকবলিত বাসটিতে এ সময় অন্তত অর্ধশতাধিক যাত্রী ছিলেন।
দুর্ঘটনা ও আহতদের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম ও এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিল আমল।
সানবিডি/আরএম/