হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৮-১৫ ১৩:০৭:০২
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।
শনিবার সকালে (১৫ আগস্ট) হিলি পানামা পোর্ট লিঙ্কের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল রোববার সকাল থেকে যথা নিয়মে বন্দরের সব কার্যক্রম চলবে।
সানবিডি/আরএম/