ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৬ ১৩:৩৫:৫৪
ধামরাইয়ে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী মারা গেছেন।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সজীব রিশাদ (২১) ও রাশেদুল ইসলাম (২০)। দুইজনের বাড়ি ধামরাইয়ের উত্তর হাতকোড়া এলাকায়। সজীব রিশাদের বাবার নাম সাগর আলী। রাশেদুল ইসলামের বাবার নাম আলতাব হোসেন। সজীব মানিকগঞ্জের দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ ও রাশেদ মানিকগঞ্জের খান বাহাদুর কলেজে স্নাতকের ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, সকালে পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-৩৩২০) যাত্রীবাহী বাস অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।’
সানবিডি/আরএম/