ব্লক মার্কেটে লেনদেন ৭১ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৬ ১৬:০৬:৩২


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানিটির সাড়ে ৭১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৮৭ লাখ ১ হাজার ৭৬২টি শেয়ার ১১৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭১ কোটি ৫০ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ অর্থাৎ ২৩ কোটি ৬১ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৮৭ লাখ ৯৫ হাজার টাকার জেনেক্স ইনফোসিসের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ১৪ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের।

এছাড়া ইয়াকিন পলিমারের ৮৭ লাখ ৩২ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৩ লাখ ২১ হাজার টাকার, এসএস স্টিলের ১০ লাখ ১৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৮৫ লাখ ৩৫ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ৩ কোটি ২০ লাখ টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ১ কোটি ১ লাখ ৫২ হাজার টাকার, এসকে ট্রিমসের ১৯ লাখ ৬৫ হাজার টাকার, সী পার্লের ৩ কোটি ১৭ লাখ ৮৯ হাজার টাকার, এস আলমের ১২ লাখ ১৯ হাজার টাকার, রেনেটার ১ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকার, আরএকে সিরামিকের ৬ লাখ ৪২ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯ লাখ ৯৯ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ১২ লাখ ১০ হাজার টাকার, প্যাসিফিক ডেনিমসের ৯ লাখ টাকার, ওরিয়ন ফার্মার ২৩ লাখ ৫০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ২ কোটি ৬৪ লাখ ২২ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ৪৩ লাখ ১৪ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ১০ লাখ ৫ হাজার টাকার, যমুনা অয়েলের ৩ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকার, আইএফআইসির ৪ কোটি ৫০ লাখ টাকার, জিকিউয়ের ২২ লাখ ৪৯ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ৯০ লাখ টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৯ লাখ টাকার, ফাইন ফুডসের ১ কোটি ৯৮ লাখ ৫১ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৫৮ হাজার টাকার, দুলামিয়া কটনের ২৭ লাখ টাকার, দেশ গার্মেন্টসের ৩৭ লাখ ৫০ হাজার টাকার, কপারটেকের ১০ লাখ ২৪ হাজার টাকার, সিটি ব্যাংকের ৩ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকার, সেন্ট্রাল ফার্মার ১ কোটি ৫৫ লাখ ৫১ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৭ লাক ৯৭ হাজার টাকার, বিডি ওয়েল্ডিংয়ের ৫ লাখ ৮৮ হাজার টাকার এবং অগ্নি সিস্টেমসের ৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস