বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরির রহস্য উদঘাটন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-০৮-১৬ ১৯:০৯:৩৩
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৪৯টি কম্পিউটার চুরির রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত সাতজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার (আগস্ট) গোপালগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান।
পুলিশ সুপার জানান, গত ২৬ জুলাই গভীর রাতে চোরেরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের দিক দিয়ে ওই কক্ষে প্রবেশ করে ৪৯টি কম্পিউটার চুরি করে। এরপর কম্পিউটারগুলো ট্রাকে করে ঢাকায় নিয়ে যুবলীগ নেতা পলাশ শরীফের মালিকানাধীন মহাখালীর ক্রিস্টাল ইন হোটেলে রাখা হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নূর উদ্দিন আহমেদ বাদী হয়ে গত ১০ আগস্ট গোপালগঞ্জ থানায় একটি মামলা করেন। গত বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ ও ঢাকার বনানী থানা পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে ৩৪টি কম্পিউটার উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ সুপার সাইদুর রহমান খান বলেন, ‘গ্রেপ্তারকৃতরা গতকাল শনিবার গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া কম্পিউটার চুরির মাস্টারমাইন্ড যুবলীগ নেতা পলাশ শরীফসহ আরো অনেকের নাম বলেছে। তদন্তের স্বার্থে অন্যদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে তাদের গ্রেপ্তার করতে পারলে ২০১৭ ও ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরির ঘটনার রহস্যও উদঘাটিত হবে। দোষীদের বিচারের আওতায় আনা সম্ভব হবে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।’
এদিকে, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরির সঙ্গে জড়িত থাকায় গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পলাশ শরীফকে বহিষ্কার করেছে সদর উপজেলা যুবলীগ।
সানবিডি/আরএম/