‘সোনার বাংলা বিনির্মানে বঙ্গবন্ধুর ত্যাগ ও সংগ্রামের চেতনা হৃদয়ে ধারণ করতে হবে’

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৬ ২৩:২৫:৫৮


বঙ্গবন্ধু সবাইকে নিয়ে সমতাভিত্তিক সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। সেই সোনার বাংলা বিনির্মানে সকলকে বঙ্গবন্ধুর চিন্তা, কর্ম, ত্যাগ ও সংগ্রামের চেতনাকে হৃদয়ে ধারণ করার আহ্বান জানান বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার।

আজ রবিবার বিআইসিএম-এ জাতীয় শোক দিবস ২০২০-এর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১ টায় ‘বঙ্গবন্ধুর অর্থনৈতিক জীবনদর্শণ’ এর উপর আলোচনা সভা ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়। ইন্সটিটিউটের কর্মচারীরা স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইন্সটিটিউটের অধ্যাপক ড. নিতাই চন্দ্র দেবনাথ, এফসিএমএ এবং উপ-পরিচালক মো: সিরাজুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বিআইসিএম-এ জাতীয় শোক দিবস ২০২০ পালন করার লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক ড. নাছির উদ্দিন, সহযোগী অধ্যাপক, বিআইসিএম।

সভাটি সঞ্চলনা করেন ইন্সটিটিউটের জনসংযোগ কর্মকর্তা খালেদা জেসমিন। আলোচনা সভা শেষে জাতির পিতা এবং তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইন্সটিটিউটের ইমাম, হাফেজ মাওলানা ফরিদুল ইসলাম। এরপর বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।