এডিস মশা নিয়ন্ত্রণে ডিএসসিসির অভিযান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৭ ০৮:২৮:২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে চিরুনি অভিযান পরিচালনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।
রোববার প্রথম দিনের অভিযানে মোট ২২টি স্থাপনা পরিদর্শনের মাধ্যমে একজনের বিরুদ্ধে মামলা রুজু ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডিএসসিসির তিনটি ভ্রাম্যমাণ আদালত অঞ্চল-১ এর ধানমন্ডি এলাকা, অঞ্চল-২ এর শাজাহানপুর এলাকা ও অঞ্চল-৩ এর ঝিগাতলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফায়সাল ধানমন্ডি এলাকায়, অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান শাহজাহানপুর এলাকায় এবং অঞ্চল-৩ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল জিগাতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ৭টি স্থাপনা পরিদর্শন করেন, একটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় একজনের বিরুদ্ধে মামলা ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে এডিস মশার বংশ বিস্তার উপযোগী কোনো স্থাপনা দৃষ্টিগোচর হয়নি।
অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত শাহজাহানপুর এলাকায় ১২টি স্থাপনা পরিদর্শন করে এবং কোনো স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়নি বা এডিস মশার বংশ বিস্তার উপযোগী কোনো স্থাপনাও পাওয়া যায়নি।
একই সঙ্গে অঞ্চল-৩ এ ভ্রাম্যমাণ আদালত ৫টি স্থাপনা পরিদর্শন করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত কোনো স্থাপনায় এডিস মশার কোনো প্রজননস্থল পাননি এবং আদালতের কাছে এডিস মশার বংশ বিস্তার উপযোগী কোনো স্থাপনাও পরিলক্ষিত হয়নি, বিধায় কারও বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়নি।