পিছিয়ে গেলো নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৭ ১৩:১৩:৪৩


নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ এক মাস পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। সম্প্রতি দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর দ্যা গার্ডিয়ানের।

আগামী ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডে নির্বাচন হওয়ার কথা ছিল। এখন নতুন তারিখ ঠিক হয়েছে আগামী ১৭ অক্টোবর।
সোমবার (১৭ আগস্ট) এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

আরডার্ন বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার কারণে সব রাজনৈতিক দল আগামী নয় সপ্তাহ ধরে প্রচারের সুযোগ পাবে। পাশাপাশি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইলেক্টোরাল কমিশন যথেষ্ট সময় পাবে।

তিনি আরো বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার পেছনে তার ভিন্ন কোনো উদ্দেশ্য নেই।

টানা ১০২ দিন করোনাভাইরাস মুক্ত থাকার পর সম্প্রতি নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তে শুরু করেছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিউজিল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১ হাজার ৬০০ এর বেশি। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে প্রাণ হারিয়েছেন ২২ জন।

সানবিডি/আরএম/