অনলাইন শপ ইমরোজ কালেকশনসকে আড়াই লাখ টাকা জরিমানা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৭ ১৪:৫২:৩০


অনলাইনে অর্ডার নিয়ে পণ্য সরবরাহ না করাসহ বিভিন্ন অভিযোগে ঢাকার কলাবাগানের একটি অনলাইন শপকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

‘ইমরোজ কালেকশনস’ নামের ওই দোকানে রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয় বলে কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র জানান।

তিনি বলেন, টাকা নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগ পেয়ে সেখানে গিয়ে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে ব্যবসা করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

মাহিন ইসলাম তন্বী নামের এক নারী ফ্রি স্কুল স্ট্রিট রোডের একটি ভবনের নিচতলায় ওই দোকানটি চালান। ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে থাকেন তিনি।

ওসি বলেন, দুজন ভুক্তভোগী কলাবাগান থানায় এসে অভিযোগ করেন, তিন মাস আগে টাকা পাঠিয়ে তারা ইমরোজ কালেকশনসে পণ্যের অর্ডার করেছিলেন। সেই পণ্য এখনও পাননি। সেই অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোববার রাত ১১টার দিকে ওই দোকানে অভিযান চালিয়ে আরও নানা অনিয়ম দেখতে পান।

দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই অনলাইন শপকে আড়াই লাখ টাকা জরিমানা করেন বলে জানান ওসি।

সানবিডি/আরএম/