ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

:: প্রকাশ: ২০২০-০৮-১৭ ১৫:৪৬:২২


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন ইমাম হোসাইন নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী।

সোমবার (১৭ আগস্ট) নিজ বাসায় তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।

ইমাম হোসাইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। থাকতেন জসীম উদ্দীন হলে। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুরে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যেম তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকালে তার মৃত্যুর সংবাদ শুনি। বিষয়টি খুব দুঃখজনক। এ রকম কোনো মৃত্যুই আমরা প্রত্যাশা করি না।
রোববার (১৬ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘আল বিদা’ লিখে একটি পোস্ট দিয়েছিলেন ইমাম হোসাইন।

তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ফেসবুকে অনেকদিন ধরে আত্মহত্যা বিষয়ক বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন ইমাম হোসেন।

সানবিডি/আরএম/