মোবাইল অ্যাপসে ফি নিবে না ডিএসই

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৮-১৭ ১৯:১৭:৩৫


মোবাইল অ্যাপস ব্যবহারকারীদের কাছ থেকে ফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সোমবার (১৭ আগস্ট) ডিএসইর পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, মোবাইল অ্যাপস রেজিস্ট্রেশন নিয়েছে, কিন্তু ব্যবহার করে না বা নিস্ক্রিয় এমন গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য গত ৯ আগস্ট ট্রেকহোল্ডারদেরকে চিঠি দেয় ডিএসই। একইসঙ্গে মাসিক ভিত্তিতে ১৫০ টাকা ফি আরোপ করা হবে বলে জানায়। যা নিয়ে গত কয়েকদিন বিনিয়োগকারীদের মধ্যে সমালোচনা হয়। এরই আলোকে ডিএসইর পর্ষদ আজ ফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর অ্যাপস ব্যবহার করে না এমন নিস্ক্রিয় গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ