১৫ আগস্টের শহীদের আত্মার মাগফিরাত কামনায় রূপালী ব্যাংকের মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৮-১৮ ১৩:১২:৪১
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড।
এ উপলক্ষে গত শনিবার (১৫ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের ৪র্থ তলায় পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ায় নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এতে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, অরুণ কান্তি পাল, সকল মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, সিবিত্র নেতৃবৃন্দসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানবিডি/আরএম/