শেয়ার দর পতনের শীর্ষে আরামিট সিমেন্ট
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৮ ১৬:৩২:৪৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আরামিট সিমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৫ বারে ৩৬ হাজার ৮৭৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ ১৯ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেনারেশন নেক্সট ফ্যাশানের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৭৯ বারে ৪৪ লাখ ৩৩ হাজার ৫৪৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৪ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি ২ হাজার ৪৬৫ বারে ৩৬ লাখ ৬৭ হাজার ৮৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৭১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ফু-ওয়াং সিরামিকের ৯ দশমিক ২৫ শতাংশ, এমারাল্ড অয়েলের ৯ দশমিক শতাংশ, ফ্যামিলি টেক্সটাইলের ৯ দশমিক ০৯ শতাংশ, জাহিন টেক্সের ৮ দশমিক ৬২ শতাংশ, মেঘনা পেটের ৮ দশমিক ৬০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৮ দশমিক ৩৩ শতাংশ ও খান ব্রাদার্সের ৯ দশমিক ২৩ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস