নড়াইলে ১৯২৫ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট: ২০১৫-১২-১২ ২২:৩০:০৪


Narail নড়াইলের লোহাগড়া পৌর এলাকার সরকার পাড়ার লুৎফর রহমানের বাড়ির মাটির নিচ থেকে ১৯২৫ রাউন্ড গুলি ও ২টা ম্যাকজিন উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, লুৎফর রহমানের বাড়ি বিল্ডিং করার জন্য লেবাররা মাটি খুড়তে গেলে মাটির তিন ফুট নিচে গুলি দেখতে পায় এসময় থানায় খবর দিলে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম জাফর আলী ও শিমুলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে গিয়ে ১৮৭৫ রাউন্ড এসএলআর এবং ৫০ রাউন্ড থ্রি নট থ্রি গুলিসহ দু’টি ম্যাগজিন উদ্ধার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের। এসব অস্ত্র ও গুলিতে মরিচা ধরেছে।