সকল ব্যাংক কর্মকর্তাকে কর্মস্থলে অফিস করতে হবে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৯ ১২:০৬:৪৯
এখন থেকে সব ব্যাংক কর্মকর্তাকে কর্মস্থলে গিয়ে অফিস করতে হবে। ব্যাংক কর্মকর্তাদের পালাক্রম করে ব্যাংকে যাওয়ার নির্দেশনা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
এর ফলে নিরবচ্ছিন্নভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
করোনার কারনে জারি করা সরকারি কর্মকর্তাদের পালাক্রম ছুটি বাতিল করার পরই কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। ফলে সরকারি-বেসরকারি সব ব্যাংক কর্মকর্তাকে নিয়মিত অফিসে যেতে হবে। সরকারি ব্যাংকগুলো এ নির্দেশনা মানলেও বেসরকারি খাতের সব ব্যাংক তা মানবে কিনা সেটি নিয়ে ধোয়াশা রয়ে গেছে। কারণ বেশির ভাগ ব্যাংকে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মীদের বসার মতো আসন বিন্যাসের ব্যবস্থা নেই।
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে গত মার্চে কর্মকর্তাদের পালাক্রম করে অফিসে আনার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এর ফলে সেবা প্রদান অব্যাহত ছিল, নিজেদের সুরক্ষিত রাখতে পারছিলেন ব্যাংকাররা। এরপরও অর্ধশতাধিক ব্যাংকার করোনায় মারা যান। এখন নতুন নির্দেশনার ফলে সবকিছু আগের নিয়মে চলবে।