ব্যাংক আগের নিয়মেই চলবে!
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৯ ১৩:১২:০৭
বাংলাদেশে করোনার প্রাদুর্ভাবে কেন্দ্রীয় ব্যাংক পালা করে কর্মীদের কাজ করার কঠোর নির্দেশনা দিয়েছিল। ফলে সরকারি-বেসরকারি ব্যাংক কর্মকর্তারা পালা করে বাসায় থেকে অথবা অফিসে উপস্থিত হয়ে কাজ করছিলেন।
তবে এখন এ নির্দেশনা বাতিল করে পুরোপুরি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে সব ব্যাংক কর্মকর্তাকে এখন অফিসে যেতে হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ মঙ্গলবার (১৮ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম এ বিষয়ে বলেছেন, ব্যাংকিং সেবার স্বার্থে পালাক্রমের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
সরকারি কর্মকর্তাদের পালাক্রম ছুটি বাতিল করার পরই কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। ফলে সরকারি-বেসরকারি সব ব্যাংক কর্মকর্তাকে এখন নিয়মিত অফিসে যেতে হবে। ইতিমধ্যে সরকারি ব্যাংকগুলো এ নির্দেশনা মানছে। তবে বেসরকারি খাতের সব ব্যাংক এ বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি বলে জানা গেছে।
গত ২৬ মার্চ থেকে কর্মকর্তাদের পালা করে অফিসে আনার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। এতে একদিকে করোনাকালে ব্যাংকিং সেবা প্রদান অব্যাহত ছিল। অন্যদিকে ব্যাংক কর্মীরা নিজেদের সুরক্ষিত রাখতে পারছিলেন। এছাড়া সান্ধ্য ব্যাংকিং ও বিশেষ দিনে সেবা কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়। নতুন নির্দেশনার ফলে এখন সবকিছু আগের নিয়মেই চলবে।
ইতিমধ্যে অর্ধশতাধিক ব্যাংকার করোনায় মৃত্যুবরণ করেছেন।
বাস্তবতা হচ্ছে, করোনা সময়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আসন ব্যবস্থা বণ্টন করার সুযোগ বেশির ভাগ ব্যাংকেরই নেই। এটি অবকাঠামোগত সীমাবদ্ধতা। তাছাড়া ব্যাংকগুলোতে সামাজিক দূরত্ব মেনে গ্রাহকের বাড়তি ভিড় সামাল দেওয়া সহজ নয়। ফলে ব্যাংকগুলোতে সীমিত আকারে গ্রাহক সমাবেশ করার শর্তও কঠিন হয়ে পড়ল।
সানবিডি/আরএম/