মহাসড়কে বাস-অটো সংঘর্ষে নিহত ৪
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২১ ১৭:০০:৪৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
টাঙ্গাইল মডেল থানার ওসি মোশাররফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে চার নিহত হয়েছেন। আহত একজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সানবিডি/আরএম/