সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ফার্মা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২২ ১০:৪৩:০৫


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৯ দশমিক ৩৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২০৯ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ২০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৩৯ দশমিক ১৩ শতাংশ। ফান্ডটি সর্বমোট ২ কোটি ১৯ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৩ লাখ ৯৫ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ডেফোডিল কম্পিউটার্সের দর বেড়েছে ৩২ দশমিক ০৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– আইএফআইসি ব্যাংকের ২৯ দশমিক ২৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ২৫ শতাংশ, বেক্সিমকোর ২৩ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ২১ দশমিক ৩৮ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ১৮ দশমিক ৮৯ শতাংশ, জেমিনি সী ফুডের ১৮ দশমিক ১৩ শতাংশ ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ার দর ১৭ দশমিক ৩২ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস