কুমিল্লায় ম্যানহোলে পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-০৮-২৩ ১১:২৯:২৯


কুমিল্লা নগরীর কোটবাড়ী এলাকায় বেড়াতে এসে ঢাকনা বিহীন ম্যানহোলে পড়ে মারা গেছে মোহাম্মদ রবিন (৮) নামের এক শিশু। সে জেলার চান্দিনা উপজেলার কেশেরা গ্রামের সুমন মিয়ার ছেলে। রবিন তার মা রোজিনা বেগমের সঙ্গে মামার বাড়ি ২৩ নম্বর ওয়ার্ডের (কোটবাড়ি) চাঙ্গিনী এলাকার হাসেমের কলোনিতে বেড়াতে এসেছিল।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় সিটি করপোরেশনের স্লাপবিহীন ড্রেন (ম্যানহোলে) থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্বজনরা। এর আগে এদিন বিকেলে খেলতে গিয়ে শিশুটি স্লাপবিহীন ওই ড্রেনে পড়ে যায়। পরে সন্ধ্যার দিকে তার মরদেহ ড্রেনের পানিতে ভেসে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা কোটবাড়ি চাঙ্গিনী পুলিশ ফাঁড়ির এসআই মো.মহসিন।

তিনি জানান, ড্রেনে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে মৃত্যুর ঘটনায় শিশুর স্বজনরা এখনও কোনো অভিযোগ করেনি। তারপরও আমরা বিষয়টির খোঁজ নিয়ে দেখছি।

শিশুটির মা রোজিনা বেগম জানান, রবিন বাড়িতে খেলছিলো। সড়কের ড্রেনের ওপরে খেলতে গিয়ে ঢাকনা না থাকায় ভিতরে পড়ে যায়। কিছু সময় পর খুঁজতে গিয়ে দেখি রবিন ড্রেনের পানিতে মরে ভেসে আছে।

সানবিডি/আরএম/