অনুমোদন পেল ইউসিবি ইনভেস্টমেন্ট

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৮-২৪ ০৬:৪৬:৪৯


পুঁজিবাজারের তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পেয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। কমিশনের সর্বশেষ প্রতিষ্ঠানটিকে অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউসিবি সূত্র মতে, পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকিং শুরু করার জন্য ২০১১ সালে সিদ্ধান্ত নেয় ইউসিবির পর্ষদ সভায়। ওই বছরই কোম্পানি হিসেবে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক (আরজেএসসি) তারা। এর পর একই বছরে অনুমোদনের জন্য আবেদন করে বিএসইসিতে।

সূত্র মত, এই কোম্পানিটির অনুমোধিত মূলধন হবে ৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন হবে ২৫ কোটি টাকা। রিটেইন আর্নিং (সংরক্ষিত আয়) আছে আরও প্রায় ১১ কোটি টাকা। এর ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের মালিক হবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্রোকারেজের ব্যবসা করছে ও সম্পদ ব্যবস্থাপনার ব্যবসা করছে। পুঁজিবাজারের ব্যবসার তালিকায় যুক্ত হচ্ছে মার্চেন্ট ব্যাংকিংও।

বিএসইসির সূত্র মতে, বর্তমানে মার্চেন্ট ব্যাংক রয়েছে ৬১টি। ইউসিবিসহ হবে ৬২টি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ