কক্সবাজারে ট্রলার থেকে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-০৮-২৪ ১৩:০০:২৭
কক্সবাজারে একটি মাছ ধরার ট্রলার থেকে প্রায় ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫ এর একটি দল।
রোববার দিবাগত রাতে কক্সবাজার সদর থেকে র্যাব-১৫ এর একটি দল ওই ইয়াবা উদ্ধার করে। এসময় তিনজনকে আটক করা হয়।
র্যাব-১৫ এর অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সরোয়ার সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান।
তিনি জানান, অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যারা মূল্য প্রায় ৪০ কোটি টাকা। তিনজনকে আটক করা হয়েছে।
সানবিডি/প্রতিনিধি/আরএম/