এনবিআরে ইএফডি মেশিনের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৮-২৫ ১৩:৫১:০৮
নতুন আইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ের জন্য ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস মেশিন (ইএফডি) বসানোর উদ্বোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (২৫ আগস্ট) এনবিআরের প্রধান কার্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে ইএফডি বসানোর কার্যক্রম উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
গত বছরের জুলাইয়ে এই মেশিন বসানোর কথা থাকলেও তা বাস্তবায়ন করতে পারেনি এনবিআর। অবশেষে দোকানে দোকানে ইএফডি বসানোর কাজ উদ্বোধন করা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাটের অনিয়ম বন্ধ করতেই ইএফডি চালু করা হচ্ছে। তিনি বলেন, ইএফডি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাজস্ব আহরণ ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে। এর ফলে কথিত হয়রানি দূর হবে এবং রাজস্ব আহরণের ব্যয় ও ব্যবসায়িক খরচ কমবে। কর পরিহারের সুযোগ থাকবে না। রাজস্ব আদায়ে গতি আশার পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান অটোমেশনের আওতায় আসবে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমসহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সানবিডি/আরএম/ ০১:৫০/২৫/৮/২০