রাবিতে আদিবাসী ছাত্র পরিষদের কনভেনশন

প্রকাশ: ২০১৫-১২-১৩ ১৫:৪৬:৪৭


RUআদিবাসীদের শিক্ষা ও চাকুরীর অধিকার নিশ্চিককরণ এবং আদিবাসী কোটার পূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আদিবাসী ছাত্র কনভেনশন ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ডীনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ আদিবাসী ছাত্র পরিষদের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১০টায় ডীনস্ কমপ্লেক্সের সামনে বেলুন উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। এরপর একটি র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়।

আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতোর সভাপতিত্বে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফীন ও জাতীয় আদিবাসী পবিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ঐতিহাসিক কাল থেকেই আদিবাসীরা আমাদের স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত উপমহাদেশে তেভাগা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন ও নাচোল আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে তারা সক্রিয় ভূমিকা রেখেছিলো। বাংলা ভূখ- সমৃদ্ধ হবে যখন সব মানুষই হাসি মুখে থাকবে। আর আমাদের মানসিকতা সেভাবেই গড়ে তুলতে হবে।

এসময় তিনি আরো বলেন, আদিবাসী ছাত্রদের জন্য শিক্ষার প্রাথমিক স্তর থেকেই রয়েছে নানা অসুবিধা। বেশিরভাগ সময় দারিদ্র্যের কারণে তারা শিক্ষার প্রাথমিক স্তর থেকে নিজেদের উন্নত করে গড়ে তুলতে পারে না। ফলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে সহজেই তারা মেধা যাচাইয়ে টিকতে পারে না। বিশ্ববিদ্যালয়ে তাদের কোটার ওপর নির্ভরতা কমাতে হলে শিক্ষার প্রাথমিক স্তরের সমস্যাগুলো আগে দূর করতে হবে।

আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিঠুন কুমার উরাও এর সঞ্চালনায় সম্মেলনের প্রথম পর্বে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের ভূমিকার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মানিক সরেন। দ্বিতীয় পর্বে আদিবাসী শিক্ষার্থীদের সমস্যা, উত্তোরণের উপায় ও করণীয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিঠুন কুমার উরাও।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল পাশা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অ্যধাপক দুলাল চন্দ্র বিশ্বাস, আদিবাসী ছাত্র পরিষদ রাবি শাখার সভাপতি হেমন্ত মহাতো, বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস