শেয়ার দর পতনের শীর্ষে ঢাকা ডাইং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২৫ ১৬:৩৩:৫০
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ঢাকা ডাইং এন্ড ম্যানুফাকচারিং কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৪২ বারে ২ লাখ ৭৫ হাজার ৩৯৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তুং হাই নিটিং এন্ড ডাইংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১১৯ বারে ৪ লাখ ৯১ হাজার ৪৮৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্সের দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮১ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি ৪৪৪ বারে ২ লাখ ১৩ হাজার ৫২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- সান লাইফ ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৪৮ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৭ দশমিক ১৪ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৭ দশমিক ১৪ শতাংশ, ঝিল বাংলার ৭ দশমিক ১৪ শতাংশ, মিথুন নিটিং অ্যান্ড ডায়িং ৬ দশমিক ৮৭ শতাংশ, এমারাল্ড অয়েলের ৬ দশমিক ২০ শতাংশ ও পাইওনিয়র ইন্স্যুরেন্সের ৬ দশমিক ১২ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/৪:৩৩/২৫/৮/২০