রাবির গুরুত্বপূর্ণ পাঁচ পদে নতুন নিয়োগ

:: প্রকাশ: ২০২০-০৮-২৭ ১৩:০৩:৫৭


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গুরুত্বপূর্ণ পাঁচটি পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে সকলের নিয়োগের বিষয়ে জানানো হয়।

সকলকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে নিয়োগ প্রদান করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন- তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌসী মহল, জনসংযোগ দপ্তর প্রশাসক পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান, কেন্দ্রীয় গ্রন্থাগার প্রশাসক পদে রসায়ন বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান, পরিবহন দপ্তর প্রশাসক পদে ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোকছিদুল হক এবং রাবি মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ারুল হক সুফী। এদের মধ্যে মানসিক স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক পদে অধ্যাপক আনোয়ারুল হক পুনঃনিয়োগ পেয়েছেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়, মানসিক স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক পদে অধ্যাপক আনোয়ারুল হককে অবৈতনিকভাবে ২০২৩ সালের ৩১ আগস্ট পর্যন্ত ওই পদে পুনঃনিয়োগ প্রদান করা হয়েছে। অন্য চারটি পদের শিক্ষকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। এ পদে দায়িত্বপ্রাপ্তরা ভাড়ামুক্ত বাসা ও মাসিকহারে অতিরিক্ত সম্মানী পাবেন।

আগামী ১ সেপ্টেম্বর থেকে নিয়োগ কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়।

সানবিডি/আরএম/১.০৩/২৭/৮/২০