লুজারের শীর্ষে বিআইএফসি

প্রকাশ: ২০১৫-১২-১৩ ১৮:৫৮:০৯


BIFCঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লুজারের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানির শেয়ারের দর কমেছে ১ টাকা বা ৯ দশমিক ৩৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ শেয়ারটি ৯ টাকা ৭০ পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়। এদিন কোম্পানির ১৭ বারে ১৫ হাজার শেয়ার লেনদেন হয়।

লুজারের দ্বিতীয় অবস্থানে রয়েছে নাভানা সিএনজি লিমিটেড। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৪ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি এদিন সর্বশেষ লেনদেন হয় ৪৯ টাকা ৫০ পয়সা দরে। আজ ৯৬৭ বারে কোম্পানির  ৩ লাখ ১৬ হাজার ৩৯২টি শেয়ার লেনদেন হয়।

লুজারের তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড ৯ পয়সা বা দশমিক ৩৬ শতাংশ শেয়ার দর কমেছে।

লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড, ওরিয়ন ফার্মা, জেমিনি সি ফুড, ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড এবং লিগ্যাসি ফুটওয়্যার।