চ্যাম্পিয়নস লিগের ২৩ জনের দলেও নেই রোনালদো

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২৯ ১৩:১৮:১০


উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেরা ২৩ জনের দলে জায়গা পাননি রোনালদো।রিয়াল মাদ্রিদ ছাড়ার পর চ্যাম্পিয়নস লিগে দাপট কমেছে রোনালদোর। গত দুই মৌসুমে ঠিক নিজের সেরা ফর্মের ছাপ রাখতে পারেননি মাঠে। যে কারণে ২০১৯-২০ মৌসুমের ২৩ জনের স্কোয়াডেও জায়গা হয়নি এ পর্তুগিজ তারকার।

গত রোববার পর্তুগালের লিসবনে পর্দা নেমেছে এবারের চ্যাম্পিয়নস লিগের। ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ফলে টুর্নামেন্টের সেরা স্কোয়াডে তাদেরই আধিপত্য, মোট ২৩ জনের মধ্যে ৯ জনই সুযোগ পেয়েছেন বায়ার্ন থেকে।

এছাড়া রানার্সআপ প্যারিস সেইন্ট জার্মেই ও এবারের মৌসুমে চমক দেখানো আরবি লাইপজিগ থেকে সুযোগ পেয়েছেন ৩ জন করে খেলোয়াড়। চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ থেকে নেই কোনো খেলোয়াড়। তাদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে জায়গা পেয়েছেন শুধুমাত্র লিওনেল মেসি।

২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেরা দল

গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ), ইয়ান অবলাক (অ্যাটলেটিকো মাদ্রিদ) ও অ্যান্তনিও লোপেজ (অলিম্পিক লিয়ন)।

সানবিডি/এনজে