সহযোগী প্রতিষ্ঠানের সাথে একীভূত হচ্ছে সিঙ্গার বিডি  

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-৩১ ১২:১১:১৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাপ্লায়েন্স লিমিটেডের (আইএএল) সাথে একীভূতকরণের বিষয়টি অনুমোদন করেছে।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, একীভূতকরণের মাধ্যমে কোম্পানি দুইটি এক হয়ে যাবে। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শতভাগ সহযোগী কোম্পানি ইন্টারন্যাশনাল অ্যাপ্লায়েন্স লিমিটেড। কোম্পানিটি ব্যাংক অন্যান্য ক্রেডিটরস ও শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে সহযোগী কোম্পানিকে একীভূতকরণের কাজটি সম্পন্ন করতে পারবে।

কোম্পানি দুইটিকে একীভূতকরণের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অনুমতি লাগবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১২:১১/৩১/৮/২০