হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-৩১ ১২:৪২:০৮


পবিত্র আশুরা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর সোমবার (৩১ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে।

এ ব্যাপারে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, রবিবার পবিত্র আশুরার জন্য সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব কার্যক্রম বন্ধ ছিল। ফলে বন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রমসহ বন্দরের ভেতরের কার্যক্রম বন্ধ ছিল। সোমবার বেলা পৌনে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে দু’দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। একইসঙ্গে বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য খালাস, ভর্তি ও ডেলিভারি কার্যক্রম শুরু হয়েছে।

সানবিডি/এনজে