প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২০-০৮-৩১ ২০:০৮:১৬


ফুসফুসে সংক্রমণের পর আবারও প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দিল্লির সামরিক হাসপাতাল জানিয়েছে, সাবেক ভারতীয় রাষ্ট্রপতির সেপটিক শক দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।

সোমবার সকালের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, ‘গতকালের (রবিবার) চেয়ে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণের কারণে তার সেপটিক শক দেখা দিয়েছে এবং তার পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। তিনি গভীর কোমায় আচ্ছন্ন আছেন এবং ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।’

রোববার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, সাবেক রাষ্ট্রপতির রক্তচাপ, পালস রেট ও হার্ট রেটের মতো রক্ত সঞ্চালন স্থিতিশীল আছে। কিন্তু সোমবার সকালে তার পরিস্থিতির আবার অবনতি হয়েছে। পাশাপাশি ফুসফুসে সংক্রমণের জন্যও চিকিৎসা চলছে।

গত ১০ অগস্ট দিল্লির আর্মি’স রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে প্রণবকে ভর্তি করা হয়েছিল। পরীক্ষার সময় দেখা গিয়েছিল, তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছিল।

এর আগে তার করোনা রিপোর্টও পজিটিভ এসেছিল। অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে আছেন তিনি। কখনও কখনও শারীরিক অবস্থার উন্নতি খবর মিললেও মাঝে মাঝে তার শারীরিক অবস্থা আরও জটিল হয়েছে। মূত্রাশয় সংক্রান্ত সমস্যা এবং ফুসফুসে সংক্রমণও ধরা পড়েছে তার।

সানবিডি/আরএম/১.৩১/৩১/৮/২০